বেতন বৃদ্ধির দাবিতে শিক্ষকবন্ধুদের বিক্ষোভ, জলকামান দেগে হঠাল পুলিস

Aug 09, 2019, 17:37 PM IST
1/8

বেতন বৃদ্ধির দাবিতে আজ বিকাশ ভবন চলো কর্মসূচির ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ শিক্ষাবন্ধু যৌথ মঞ্চ।

2/8

সেই উপলক্ষে সল্টলেকে করুণাময়ী বাসস্ট্যান্ডে জমায়েত হতে শুরু করে শিক্ষকবন্ধুরা। সেখান থেকে ২০০ জনকে আটক করে নিয়ে যায় পুলিস।

3/8

পুলিসের দাবি, তাঁদের কাছে প্রয়োজনীয় কোনও অনুমতি ছিল না। এরপর উল্টোডাঙা স্টেশনে জমায়েতের সিদ্ধান্ত নেয় শিক্ষকবন্ধুরা।

4/8

সেখানে জমায়েতের পর মিছিল করে ২ নম্বর গেট এলাকা দিয়ে সল্টলেকে ঢোকার চেষ্টা করেন তাঁরা। বাধা দেয় পুলিস।

5/8

পুলিস বাধা দিতেই রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়।

6/8

বিক্ষোভকারীদের তুলতে গেলে ধস্তাধস্তি বেঁধে যায়।

7/8

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস।

8/8

একইসঙ্গে জলকামানও দাগে পুলিস।