দেড় দশকের বর্ণময় কেরিয়ার, ডেল স্টেইনের পথে হাঁটলেন হাসিম আমলা

Aug 09, 2019, 14:38 PM IST
1/5

অবসরে আমলা

অবসরে আমলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাসিম আমলা। প্রায় দেড় দশকের বর্ণময় কেরিয়ারে ইতি টানলেন তিনি। 

2/5

অবসরে আমলা

অবসরে আমলা

১২৪টি টেস্টে ২৮টি শতরানসহ ৯২৮২ রান করেছেন আমলা। একদিনের ক্রিকেটে করেছেন ২৭টি সেঞ্চুরি। ৮১১৩ রান করেছেন। আইসিসির টেস্ট তালিকার এক নম্বরেও উঠে এসেছিলেন ২০১৩ সালে। এছাড়া একমাত্র প্রোটিয়া ব্যাটসম্যান হিসাবে টেস্টে ৩০০ রান করেছেন তিনি।

3/5

অবসরে আমলা

অবসরে আমলা

২০১০ ও ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার অফ দ্য ইয়ার সম্মানে ভূষিত হন। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন অবসর ঘোষণা করেছেন। এবার তাঁর পথেই হাঁটলেন আমলা।

4/5

অবসরে আমলা

অবসরে আমলা

অবসর ঘোষণা করে আমলা বললেন, "সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ। দক্ষিণ আফ্রিকার জার্সিতে ক্রিকেট খেলা আমার কাছে স্বপ্নের মতো। ক্রিকেটের জন্যই আমি জীবনে অনেক বন্ধু পেয়েছি। তাঁদের ভালবাসা পেয়েছি। আমার উপর বিশ্বাস রাখার জন্য মা-বাবাকেও অনেক ধন্যবাদ।"

5/5

অবসরে আমলা

অবসরে আমলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আমলা ঘরোয়া ক্রিকেটে খেলবেন। একদিনের ক্রিকেটে দ্রুততম ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০, ৬০০০, ৭০০০ রানের মাইলস্টোন ছোঁয়ার কৃতিত্ব রয়েছে আমলার।