লকডাউনে 'ধরিয়া মৎস্য খাইব সুখে', পুলিস দেখতেই 'দে ঝাঁপ', ধৃত ৮

Aug 20, 2020, 23:28 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: লকডাউন। ছুটির দিন ভেবেই নদী পারে ছিপ নিয়ে মাছ ধরতে বসেছিলেন জনা কয়েক যুবক। গল্পগুজব করে চলছে মাছধরা। ঠিক সেই সময় হানা দিল পুলিস। ব্যস দে ছুট। আর এক্ষেত্রে 'দে ঝাঁপ'। 

2/5

বর্ষার দিনে বেশ ভালো মাছ ওঠে। বৃহস্পতিবার লকডাউনে তেমন কাজ নেই। তাই সকাল থেকে নদী পারে ছিপ নিয়ে মত্স্যভোজনের জমাটি আয়োজন সারা। বেলা বাড়তেই বিপত্তি। পুলিসের গাড়ি সে পথ দিয়েই যাচ্ছিল। ওই যুবকদের দেখতে পেয়ে এগিয়ে যান পুলিস কর্মীরা।  

3/5

আগুয়ান পুলিস দেখতেই নদীতে ঝাঁপ দেন কয়েকজন যুবক। সাঁতরে পারও হয়ে যান। তবে ৮ জন আর পারেননি। 

4/5

৮ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয় তাঁদের।

5/5

জলপাইগুড়ি কোতোয়ালি থানা সূত্রের খবর, বৃহস্পতিবার লকডাউন ভাঙার অভিযোগে এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।