ছবি: গঙ্গায় নৌ-সওয়ার মোদী, হাওড়া ব্রিজ দেখে উচ্ছ্বাস প্রধানমন্ত্রীর
Jan 11, 2020, 21:02 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: মিলেনিয়াম পার্কে আলো ও শব্দ ব্যবস্থার উদ্বোধন করে বেলুড়মঠের উদ্দেশে পাড়ি দিলেন নরেন্দ্র মোদী।
2/5
বিক্ষোভ এড়াতে গঙ্গায় নৌসওয়ার হলেন প্রধানমন্ত্রী। হাওড়ার ব্রিজের নতুন সাজের টুইট করে জানালেন, দেখুন কত সুন্দর দেখাচ্ছে রবীন্দ্র সেতুকে!
photos
TRENDING NOW
3/5
এদিন রিমোটে হাওড়া ব্রিজের নতুন আলো ও শব্দ ব্যবস্থার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গঙ্গাবক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।
4/5
বেলুড়মঠ ঘুরে এসে রাজভবনে থাকার কথা ছিল প্রধানমন্ত্রী। তবে মত বদলান নরেন্দ্র মোদী। স্বামী বিবেকানন্দের জন্মদিনের আগের দিন সেখানেই রাত কাটাতে চান। মঠেই তাঁর জন্য নৈশাহারের ব্যবস্থা করা হয়েছে।
5/5
রাত্রিবাসের পর রবিবার সকালে প্রধানমন্ত্রী বেলুড় মঠে ধ্যান করবেন। তারপর তিনি নেতাজি ইন্ডোরে, কলকাতা বন্দরের অনুষ্ঠানে আসবেন।