'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' বিতর্কের মাঝেই 'পরিবার'কে খোঁচা মোদীর

Dec 28, 2018, 21:57 PM IST
1/6

'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পরই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। ছবিতে গান্ধী পরিবারকে নেতিবাচক দৃষ্টিতে দেখানো হয়েছে বলে অভিযোগ।

2/6

তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারুর লেখা 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মনমোহন সিং। 

3/6

ছবিতে সঞ্জয় বারুর ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় খন্না। তাঁর সংলাপেই রয়েছে, দেশ চালায় একটি পরিবার। আর তারপর একাধিক দৃশ্যে বোঝানো হয়েছে, ক্ষমতার চাবিকাঠি ছিল সনিয়া গান্ধীর হাতে। 

4/6

শুক্রবার ছবির ট্রেলার নিয়ে হইচই শুরু হওয়ার পর নাম-না করেই পরিবারতন্ত্রের কথা চলে এল নরেন্দ্র মোদীর মুখে।   

5/6

এরপরই প্রধানমন্ত্রীর কৌশলী মন্তব্য, বিজেপি কোনও একটি পরিবার দ্বারা নিয়ন্ত্রিত নয়, ফলে পেশাদাররা স্বাভাবিকভাবেই আগ্রহী। বিজেপি মানে উন্নয়ন। 

6/6

এরপরই প্রধানমন্ত্রীর কৌশলী মন্তব্য, বিজেপি কোনও একটি পরিবার দ্বারা নিয়ন্ত্রিত নয়, ফলে পেশাদাররা স্বাভাবিকভাবেই আগ্রহী। বিজেপি মানে উন্নয়ন।