Modi in Uttarakhand: চিন সীমান্তের কাছেই, আদি কৈলাসে নমো

Oct 12, 2023, 11:00 AM IST
1/6

উত্তরাখণ্ডে একদিনের সফরে গিয়ে আদি কৈলাসের পার্বতী কুণ্ড দর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ধ্যান করলেন, পুজোও দিলেন নমো।

2/6

উত্তরাখণ্ডে পিথোরাগড় জেলায় একটি সমাবেশ ও ৪২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মোদী।  

3/6

চিন সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে পার্বতী কুণ্ডে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গেলেন।

4/6

আলমোড়া জেলার জলেশ্বর ধামেও যাবেন মোদী। জলেশ্বর ধামের উচ্চতা ৬২০০ ফিট। এখানে রয়েছে ২২৪ পাথরের মন্দির।

5/6

আজ পিথোরাগড় জেলায় প্রধানমন্ত্রী পৌঁছবেন বেলা আড়াইটে নাগাদ। সেখানে তিনি ৪২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করবেন।

6/6

ওইসব প্রকল্পের মধ্যে রয়েছে জল, রাস্তা, বিদ্যুত ও পরিকাঠামোগত উন্নয়নের মতো প্রকল্প রয়েছে।