৫ বছরে দেশকে প্রকাশ্যে শৌচমুক্তের ঘোষণা করে ২০২২-এর টার্গেট দিলেন প্রধানমন্ত্রী

Oct 02, 2019, 23:45 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মদিবসে গ্রামীণ ভারতকে প্রকাশ্য শৌচমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডাক দিলেন, ২০২২ মধ্যে, একবারই ব্যবহার করা যায় এমন প্লাস্টিক সম্পূর্ণ বর্জন করবে দেশ। 

2/5

ক্ষমতায় আসার পর লালকেল্লার প্রথম ভাষণে স্বচ্ছ ভারত অভিযানের ঘোষণা করেন মোদী। ৫ বছরের টার্গেটও বেঁধে দেন। 

3/5

আজ সবরমতী পাড়ে সরপঞ্চ সম্মেলনে প্রধানমন্ত্রী দাবি করেন, গত ৫ বছরে দেশে এগারো কোটি শৌচালয় তৈরি হয়েছে। সব রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী আজ গ্রামীণ ভারতকে প্রকাশ্য শৌচমুক্ত ঘোষণা করেন তিনি।

4/5

এবার স্বাধীনতা দিবসের ভাষণে, মহাত্মার দেড়শোতম জন্মদিবসেই দেশে সিঙ্গল-ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধের কথা বলেন প্রধানমন্ত্রী। কিন্তু, প্লাস্টিক বন্ধ হলে সঙ্কটে পড়বে প্রায় ৪০ লক্ষ মানুষের রুটি-রুজি। সেকথা মাথায় রেখে স্বাধীনতার ৭৫ বছরের সময়সীমা সামনে রেখে আজ ধাপে ধাপে প্লাস্টিকের ব্যবহার বন্ধের কথা বলেন মোদী। সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। 

5/5

আজ গান্ধীজিকে নিয়ে দেশে প্রথম আটকোণা ডাকটিকিট ও দেড়শো টাকার রূপোর কয়েন প্রকাশ করেন মোদী। ঘুরে দেখেন সবরমতী আশ্রম।