Holi 2022: দোলে ভ্রাতৃত্বের বার্তা মোদীর, শুভেচ্ছা মমতার; সম্প্রীতির রঙে রাঙালেন নাকভি
রঙের উৎসবে শামিল রাজনীতিকরা
রঙের উৎসবে শামিল রাজনীতিকরা
1/6
রঙের উৎসবে রাজনীতিকরা
নিজস্ব প্রতিবেদন: রঙের উৎসবে (Holi 2022) মেতে উঠেছে গোটা দেশ। বাদ যাননি রাজনীতিকরাও। রোজকার সমালোচনা, বাদানুবাদ, তোপ-পাল্টা তোপ এড়িয়ে দেশবাসীকে দোল যাত্রা বা হোলি উৎসবের (Holi 2022) শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রমুখ। রঙের উৎসবে (Holi 2022) মেতে উঠলেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুক্তার আব্বাস নাকভিও।
2/6
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ টুইটারে লেখেন, "সকল দেশবাসীকে হোলির শুভেচ্ছা। রঙের উৎসব হোলি, সামাজিক সম্প্রীতি এবং একাত্মবোধের জীবন্ত উদাহরণ। এই উৎসব বসন্তের আগমনের বার্তা দেয়। এই উৎসবের আবহে সকলের মধ্যে আনন্দ এবং উৎসাহ ছড়িয়ে পড়ুক।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) টুইটারে লেখেন, "সকলকে হোলির শুভেচ্ছা। রঙের উৎসবে ভালবাসা এবং ভাতৃত্ববোধ ছড়িয়ে পড়ুক। সকলের জীবনে আনন্দের রঙ লাগুক।"
photos
TRENDING NOW
3/6
মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) শুভেচ্ছাবার্তায় লেখেন, "সকলকে দোলযাত্রার শুভেচ্ছা। রঙের উৎসবের মাধ্যমে শান্তি, সম্প্রীতি এবং সৌহার্দ্য। বৈচিত্র্য, বন্ধুত্ব এবং সমতা সকলকে উদ্বুদ্ধ করুক।" টুইটারে দেশবাসীকে দোল যাত্রা বা হোলি উৎসবের (Holi 2022) শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
4/6
জেপি নাড্ডা-শিবনাথ সিং চৌহান
5/6
"এক ভারত, শ্রেষ্ঠ ভারত"
6/6
রঙের উৎসবে হরিশ রাওয়াত
photos