মসজিদ-মন্দিরে 'নমো নমো'

Feb 12, 2018, 15:20 PM IST
1/7

ওমান সফরের শেষ দিন মন্দির-মসজিদে নমো। (ছবি- টুইটার)

2/7

ওমান সফরের শেষ দিন মন্দির দর্শন নরেন্দ্র মোদীর। 

3/7

পশ্চিম এশিয়ায় ত্রিদেশীয় সফরের শেষ দিনে ৩০০ বছরের প্রাচীন শিব মন্দির দর্শন করেন মোদী।

4/7

ওমানের শ্রীবৃদ্ধিতে 'সত্ ও পরিশ্রমী' ভারতীয় পেশাদারদের অবদানের কথা স্বীকার করেছেন সুলতান।

5/7

শক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, খাদ্য এবং বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বিনিয়োগ মজবুত করার বিষয়ে রাষ্ট্রপ্রধানদের মধ্যে আলোচনা হয়েছে।

6/7

রবিবার ওমানের সুলতান কাবুস বিন সঈদ আল সঈদের সঙ্গে মোদীর দীর্ঘ আলাপচারিতার পর দুই দেশের মধ্যে ৮টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

7/7

৩ লক্ষ টন ভারতীয় বালিপাথরে তৈরি সুলতান কাবুস মসজিদ ঘুরে দেখলেন ভারতের প্রধানমন্ত্রী।