চৌকিদার একটা ভাবনা। দেশের বিভিন্ন ক্ষেত্রের কাজের মানুষই চৌকিদার। ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষক, শ্রমিক প্রত্যেকই এক একজন দায়িত্বশীল চৌকিদার।
2/8
মহাত্মা গান্ধীর ভাবনা এবং আদর্শ থেকেই এই চৌকিদার শব্দটি আমরা নিয়ে এসেছি। আমরা প্রত্যেকেই সেই দায়িত্ব পালনে বদ্ধপরিকর।
photos
TRENDING NOW
3/8
বিগত ৪০ বছর ধরে সন্ত্রাসবাদে ভুগছি আমরা। কিন্তু তার কোনও সমাধান হয়নি। আমি ভাবতাম, কবে খতম হবে সন্ত্রাসবাদ। পরে সিদ্ধান্ত নিই, যেখান থেকে সন্ত্রাসবাদের উত্পন্ন, সেখানে আঘাত হানতে হবে।
4/8
বালাকোটে হামলার পর পাকিস্তান উভয়সঙ্কটে পড়েছে। জঙ্গি কার্যকলাপ স্বীকার করবে কি করবে না দ্বন্দ্বে ভুগছে পাকিস্তান।
5/8
পাকিস্তানকে কটাক্ষ করে মোদী বলেন, আমাদের বিশ্বের সঙ্গে টক্কর দিতে হবে। দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তান, ভারত-পাকিস্তান করে সময় নষ্ট হয়েছে। যারা এ নিয়ে থাকতে চায় থাকুক, কিন্তু ভারতকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
6/8
আবহাওয়া বুঝে মিথ্যে বলে কংগ্রেস। যখন দিল্লিতে নির্বাচন চলছিল, তখন গির্জায় হামলা নিয়ে গুজব ছড়ায় কংগ্রেস। যেই নির্বাচন শেষ তাদের মিথ্যে কথা বলাও শেষ।
7/8
দেশের ভবিষ্যত নির্ধারণে প্রত্যেক নাগরিকের কথা বলার অধিকার আছে।
8/8
জনগণ বোঝে, একটি পরিবারের ৪ প্রজন্ম বারবার একই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করছে না।