বিশ্বের সবচেয়ে লম্বা অটল টানেলের উদ্বোধন, দেশকে সমর্পণ করলেন প্রধানমন্ত্রী
Oct 03, 2020, 11:24 AM IST
1/5
১০ হাজার ফিট উচ্চতায় অবস্থিত অটল টানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
2/5
বিশ্বের সবচেয়ে লম্বা অটল টানেল উদ্বোধনের পর দেশকে সমর্পণ করলেন প্রধানমন্ত্রী। ৯.২ কিমি লম্বা এই টানেল বানাতে সময় লেগেছে প্রায় দশ বছর।
photos
TRENDING NOW
3/5
রোহতাং-এ এই টানেল বানানোর ফলে সেনাবাহিনীর লেহ-লাদাখ পৌঁছতে সুবিধা হবে। লেহ-মানালি হাইওয়েতে অবস্থিত এই টানেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে।
4/5
এই টানেলের জন্য লেহ থেকে মানালির দূরত্ব ৪৬ কিমি কম হয়ে গেল। হিমালয়ের পীর পঞ্জল রেঞ্জ-এ রোহতাং পাসের নিচে লেহ-মানালি হাইওয়েতে এই টানেল অবস্থিত।
5/5
মানালি থেকে লেহ পৌঁছতে এখন প্রায় চার ঘণ্টা কম সময় লাগবে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামাঙ্কিত এই টানেলের জন্য মানালি ও লেহর মধ্যে সারা বছর যোগাযোগ ব্যবস্থা অব্যাহত থাকবে।