কলকাতার পর এবার মুর্শিদাবাদেও, করোনা মোকাবিলায় 'প্লাজমা থেরাপি' শুরু করেছেন বিশেষজ্ঞরা

Nov 06, 2020, 15:35 PM IST
1/5

সারা পৃথিবীতেই করোনা মোকাবিলায় 'প্লাজমা থেরাপি' উপর ভরসা রাখছেন বিশেষজ্ঞরা। যদিও এ নিয়ে আবার তর্ক বিতর্কেরও শেষ নেই। প্লাজমা দিলেই যে করোনা আক্রান্ত রোগী সুস্থ হবেন- তা নিয়েও সংশয় রয়েছে। তবুও অনেক করোনা আক্রান্ত রোগীই এই থেরাপির মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন। অজানা শ্ত্রুর সঙ্গে লড়াইয়ে সারা জাগাচ্ছে এই থেরাপি। কলকাতাতেও বেশ কয়েক দিন আগেই শুরু হয়েছে এই থেরাপি। আর এবার করোনা ভাইরাস রুখতে এই প্রথম মুর্শিদাবাদ  জেলায় শুরু হল প্লাজমা থেরাপি।

2/5

করোনা রোগীর চিকিৎসায় অ্যান্টিবডি সমৃদ্ধ প্লাজমাকে কাজে লাগিয়েই চিকিৎসা হবে করোনা আক্রান্ত রোগীদের।মুর্শিদাবাদ মাতৃসদন করোনা হাসপাতালে করোনা চিকিৎসায় 'প্লাজমা থেরাপি' শুরু হয়েছে। বিশেজ্ঞদের সুপারিশ মতো যে সমস্ত রোগীর এই থেরাপির প্রয়োজন হবে তাদেরকেই প্লাজমা থেরাপি দেওয়া হবে।

3/5

মুর্শিদাবাদ জেলা কোভিড ওয়ারিওর ক্লাবের সম্পাদক ডাঃ অমরেন্দ্রনাথ রায় বলেন, 'কোভিড ওয়ারিওর ক্লাবের উদ্যোগে করোনা জয়ীদের শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। সেখান থেকে অ্যান্টিবডি টাইটার দেখে  ২২ টি প্লাজমা পাওয়া যায়।' প্রথম রোগীর শরীরে প্লাজমা দেওয়া হয় ১ লা নভেম্বর। মাতৃসদনে চিকিৎসাধীন থাকা বহরমপুরের খাগড়ার এক অধিবাসী বৃদ্ধের শরীরে করোনা জয়ীর প্লাজমা দেওয়া হয়। বর্তমানে সুস্থ আছেন তিনি। 

4/5

আর তাতেই জাগছে আশার আলো। প্লাজমা সংগ্রহের ক্ষেত্রে আরও ক্যাম্প হবে। গত সেপ্টেম্বর মাসে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক করোনা জয়ীদের প্লাজমা সংগ্রহ করে। মুর্শিদাবাদ কোভিড ওয়ারিওর ক্লাব ও জেলা পুলিস যৌথভাবে করোনা জয়ীদের রক্তদান শিবিরের আয়োজন করে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এম এস ভি পি ডাঃ অমিয়কুমার বেরা জানান, "প্লাজমা থেরাপি এখনও বিতর্কিত বিষয়। তবে প্লাজমা নেওয়ার পর অনেক ক্ষেত্রেই অভাবনীয় ফল পাওয়া গেছে।"    

5/5

প্লাজমা সংগ্রহের ব্যবস্থাও করেছে কোভিড ওয়ারিওর ক্লাব। যদিও কিছু টেকনিক্যাল কারনে থেরাপি প্রয়োগের কাজ আটকে ছিল। অবশেষে যে থেরাপির প্রয়োগ শুরু হল। করোনা হাসপাতালে রোগীদের পাশে সবরকমভাবে সহায়তার জন্য রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।  করোনা রুখতে কবে ভ্যাকসিন মিলবে তা এখনও স্পষ্ট নয়। তবে এর মাঝেই প্লাজমা থেরাপির উপরেই ভরসা রাখছে বিশেষজ্ঞ মহল। প্লাজমা থেরাপির মাধ্যমে করোনা চিকিৎসায় জোর দিচ্ছে মুর্শিদাবাদও।