1/5
2/5
photos
TRENDING NOW
3/5
দু মাস আগে বাংলাদেশ সীমান্তের কালিন্দী নদীতে সুন্দরবন থেকে মাছ ধরতে যাওয়া মৎসজীবীদের নৌকা আটকে রাখে। এরপর তাঁদের পরিবারের কাছ থেকে ৭ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে। মুক্তিপণের টাকা হাতে পাওয়ার পর ভারতে এসে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। বাংলাদেশ পুলিস বিষয়টি বসিরহাট পুলিস প্রশাসনকে জানায়। এই খবর পাওয়ার পর বসিরহাটের প্রশাসন সব থানাকে সতর্ক করে।
4/5
সেইমত হেমনগর থানা গোপনসূত্রে খবর পেয়ে বাংলাদেশের বাসিন্দা ফারুক গাজি এবং হেমনগরের বাসিন্দা ইউসুফ সর্দার নামে দুই দুষ্কৃতীকে গ্রেফাতার করে। তাঁদের জেরা হেমনগর থানা জানতে পারে এই জলদস্যুর মূলপাণ্ডা এবং জনাব বাহিনীর কর্ণধার বসিরহাটে লুকিয়ে আছে। কিন্তু নাম ভাঁড়িয়ে লুকিয়ে থাকার জন্য জনাবকে ধরা সহজ ছিল না পুলিসের। কিন্তু হাল ছাড়েনি বসিরহাট থানার পুলিস।
5/5
photos