Pigcasso Painting: লক্ষ লক্ষ টাকায় বিকোয় এই শুয়োরের আঁকা ছবি

Mar 23, 2021, 22:08 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: বয়স মাত্র ৪ বছর। কিন্তু, এই বয়সেই ছবি এঁকে দুনিয়ায় সুনাম লাভ করেছে সে। দক্ষিণ আফ্রিকায় থাকে এই শুয়োর। পিগকাসো (Pigcasso Painting) ইতিমধ্যেই এঁকে ফেলেছে কয়েকশো ছবি। 

2/6

পিগকাসো ব্রিটেনের প্রিন্স হ্যারির (Prince Harry) ছবিও এঁকেছে। সেই ছবিটি ২ লক্ষ ৩৬ হাজার কোটি টাকায়  কিনেছেন স্পেনের এক ব্যক্তি। শুয়োরটি পুষেছেন জিনে লেফসন।  

3/6

'দ্য সান'কে লেফসন জানিয়েছেন, কয়েক মিনিটের মধ্যে এঁকেছে পিগকাসো (Pigcasso)। এর আগে ব্রিটেনের মহারানি এলিজাবেথের ছবি এঁকেছিল। তা বিকিয়েছিল ২ লক্ষ টাকায়।   

4/6

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে পিগকাসোর (Pigcasso) ছবি। শুয়োর হওয়া সত্ত্বে তাঁর রঙের এমন জ্ঞান দেখে থ অনেকে। 

5/6

পিগকাসোর (Pigcasso) আঁকা ছবি থেকে আয় হয়েছে ৫০ লক্ষ ২৩ হাজার টাকা। সেই টাকা খরচ হয় ওই ফার্মের বাকি পশুদের উপরে। 

6/6

শুয়োরকে (Pig) বুদ্ধিমান প্রাণী বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে (USA)। শুয়োরের গুণগুলি সেলিব্রেট করার জন্য সে দেশে প্রতিবছর ১ মার্চ রাষ্ট্রীয় শুয়োর দিবস হিসেবে খ্যাত।