বড়দিনের আগে যীশুর ছোটবেলার ঘর বাড়ির হদিশ দিলেন এক প্রত্নতাত্ত্বিক
Nov 28, 2020, 18:01 PM IST
1/8
নিজস্ব প্রতিবেদন: মাস খানেক পরেই বড়দিন। সেই জন্মতিথি আসার আগেই যীশুর ঘর বাড়ির হদিশ পেয়েছেন এক প্রত্নতাত্ত্বিক। যেখানে ছোট বেলা কাটিয়েছেন বলে দাবি করেছেন তিনি।
2/8
যা দেখতে রীতিমত হুড়োহুড়ি পড়েছে নেটপাড়ায়। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক কেন ডার্কের মতে ছোট বেলায় ইজরায়েলের এই ঘরেই থাকতেন যীশু। যার একাধিক প্রমাণ রয়েছে তাঁর হাতে।
photos
TRENDING NOW
3/8
ইজরায়েলের নাজারেথ শহরের এক গির্জার তলায় রয়েছে সেই ঘরটি।
4/8
এর হদিশ পেতে ১৪ বছর সময় লেগেছে কেন ডার্কের।
5/8
বিরাট গবেষণার পর প্রমাণ করতে পেরেছেন এই ঘরেই শৈশব কেটেছে যীশু খ্রিষ্টের।
6/8
তিনি জানিয়েছেন, মাতা মেরি ও জোসেফের সঙ্গেই এখানে থাকতেন যীশু।