১৫ হাজার টাকার নিচের সেরা ক্যামেরা ফোনগুলো দেখে নিন

Mar 06, 2018, 16:24 PM IST
1/10

smartphone 10

১৫ হাজার টাকার নিচের সেরা ক্যামেরা ফোনগুলো দেখে নিন

জিওমি Mi A1- দাম ১৩ হাজার ৯৯৯ টাকা। রয়েছে ১২ মেগাপিক্সেল রেয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

2/10

smartphone 9

১৫ হাজার টাকার নিচের সেরা ক্যামেরা ফোনগুলো দেখে নিন

জিওমি mi ম্যাক্স ২- দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। ১৩ মেগাপিক্সেল রেয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

3/10

smartphone 8

১৫ হাজার টাকার নিচের সেরা ক্যামেরা ফোনগুলো দেখে নিন

নোকিয়া ৬- দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। ১৬ মেগাপিক্সেল রেয়ার এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

4/10

smartphone 7

১৫ হাজার টাকার নিচের সেরা ক্যামেরা ফোনগুলো দেখে নিন

মোটোরোলা মোটো জি৫ প্লাস- দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। ফোনটিতে রয়েছে ১২ মেগাপিক্সেল রেয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

5/10

smartphone 6

১৫ হাজার টাকার নিচের সেরা ক্যামেরা ফোনগুলো দেখে নিন

কুলপ্যাড কুল প্লে ৬- দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। রয়েছে ১৩ মেগাপিক্সেল রেয়ার এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

6/10

smartphone 5

১৫ হাজার টাকার নিচের সেরা ক্যামেরা ফোনগুলো দেখে নিন

স্যামসং গ্যালাক্সি জে৭ নেক্সট- দাম ১১ হাজার ৪৯০ টাকা। রয়েছে ১৩ মেগাপিক্সেল রেয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

7/10

smartphone 4

১৫ হাজার টাকার নিচের সেরা ক্যামেরা ফোনগুলো দেখে নিন

রেডমি নোট ৫ প্রো- ফোনটির দাম ১৩ হাজার ৯৯৯ টাকা। ১২ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেল ডুয়াল রেয়ার ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

8/10

smartphone 3

১৫ হাজার টাকার নিচের সেরা ক্যামেরা ফোনগুলো দেখে নিন

হুয়েই অনর ৯ লাইট- ফোনটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা। ফোনটিতে ১৩ মেগাপিক্সেল+ ২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং একইরকমের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

9/10

smartphone 2

১৫ হাজার টাকার নিচের সেরা ক্যামেরা ফোনগুলো দেখে নিন

লেনোভা কে৮ প্লাস- ফোনটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা। ফোনটিতে ১৩ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা রয়েছে। এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

10/10

smartphone 1

১৫ হাজার টাকার নিচের সেরা ক্যামেরা ফোনগুলো দেখে নিন

জিওমি রেডমি ৪- ২ জিবি RAM/ ১৬ জিবি স্টোরেজ, ৩ জিবি RAM/ ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি RAM/ ৬৪ জিবি স্টোরেজ, এই ৩ ভ্যারিয়েন্টে জিওমি রেডমি ৪ পাওয়া যাচ্ছে যথাক্রমে ৬ হাজার ৯৯৯, ৮ হাজার ৯৯৯ এবং ১০ হাজার ৯৯৯ টাকায়। ফোনটিতে ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।