RJ Simran Singh: মাত্র ২৫ শেই জীবন শেষ করে দিলেন ছটফটে, মনমোহিনী এই RJ! আচমকাই দুঃসংবাদ...

Suicide | RJ Simran Singh: পুলিস সূত্রে জানা গিয়েছে, গুরুগ্রাম সেক্টর ৪৭-এর তাঁর ভাড়ার এপার্টমেন্ট থেকে উদ্ধার হয় দেহটি।

Dec 26, 2024, 19:50 PM IST
1/5

রেডিও জকি

জনপ্রিয় ফ্রিলান্স রেডিও জকি জম্মু ও কাশ্মীরের সুন্দরী সিমরান সিংহ যাকে গুরুগ্রামের ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

2/5

শেষ রিল

১৩ ডিসেম্বর বছর ২৫-এর সিমরান নিজের ইনস্টাগ্রামে শেষ রিল পোস্ট করেন।   

3/5

সিমরান

পুলিস সূত্রে জানা গিয়েছে, গুরুগ্রাম সেক্টর ৪৭-এর তাঁর ভাড়ার এপার্টমেন্ট থেকে উদ্ধার হয় দেহটি। যদিও পুলিসকে প্রথম খবর দিয়েছিল সিমরানের এক বন্ধু।

4/5

তাঁর পোস্ট

১৩ ডিসেম্বর তাঁর পোস্ট করা রিলে তিনি লিখেছিলেন, 'Just a girl with endless giggles and her gown, taking over the beach'।

5/5

ছটফটে

ছটফটে সিমরানের ঠিক কী এমন এল যারফলে এই সিন্ধান্ত নিতে হল তারই সন্ধানে পুলিস। (Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১ কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭)