সামনেই ফলহারিণী কালীপুজো! জেনে নিন দিন-তিথি, বিশেষ মাহাত্ম্য...
Phalaharini Kali Puja: অত্যন্ত শুভ তিথি ফলহারিণী কালীপুজো। প্রতি বছর বহু ভক্ত এই তিথির অপেক্ষায় থাকেন। অতি পুণ্য অমাবস্যা এটি। এদিন মায়ের চরণে সব কর্মফল সমর্পণ করতে হয়। ভক্তের অর্জিত সমস্ত ফল 'হরণ' করেন বলে এই কালী 'ফলহারিণী'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অতি পুণ্য অমাবস্যা এই ফলহারিণী অমাবস্যা। জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক কাহিনি।
1/6
মরশুমি ফল দিয়ে পুজোর রীতি
2/6
১৮ মে, ৩ জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার
photos
TRENDING NOW
3/6
কেন ফলহারিণী?
এই অমাবস্যাকে কেন ফলহারিণী অমাবস্যা বলা হয় জানেন? এই অমাবস্যা তিথিতে মা কালীর পুজো ভালো ভাবে সম্পন্ন করলে, মা ভক্তের সমস্ত অশুভ ফল নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান ৷ সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেই এই অমাবস্যায় কালীপুজোর আর এক নাম 'ফলহারিণী কালীপুজো'। অর্থাৎ, দেখতে গেলে 'হরণ' নয়, 'দেওয়া'র জন্যই মা কালী ভক্তের থেকে এই পুজো নেন।
4/6
বিশেষ মাহাত্ম্য কী?
ফলহারিণী কালীপুজোর বিশেষ মাহাত্ম্য কী? মা কালী এদিন ভক্তের সমস্ত কর্মফল হরণ করেন, তাঁদের অশুভ কর্মফলপ্রাপ্তি রোধ করেন ও অভীষ্টফল দেন। বলা হয়, মা এদিন তাঁর ভক্তকে মোক্ষফল প্রদান করেন। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তাঁর সন্তানদের শুভ ফল প্রদান করেন। এটাই এই কালীপুজোর বা এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য।
5/6
বিদ্যালাভ ও যশোলাভ
6/6
ষোড়শী রূপে পুজো
photos