ক্রমশ বাড়ছে জ্বালানির দাম, ফের দামি হল পেট্রোল-ডিজেল

Jan 11, 2019, 12:42 PM IST
1/7

s 7

s 7

বেশকিছু দিন ধরে জ্বালানির দাম কমার পর ক্রমশ বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। ভ্যাটের তারতম্যে এই দামের তফাত হচ্ছে বিভিন্ন রাজ্যে। শুক্রবার দিল্লিতে পেট্রোলের দাম বাড়ল ১৯ পয়সা। ডিজেলে বাড়ল ২৮ পয়সা।

2/7

s 6

s 6

শনিবার দিল্লিতে পেট্রোলের দাম হল ৬৯.০৭ টাকা। ডিজেলের দাম হল ৬২.৮১ টাকা প্রতি লিটার।

3/7

S 5

S 5

মুম্বইয়ে এমনিতেই তেলের দাম দেশের অন্যান্য অংশের তুলনায় বেশি থাকে। শনিবার সেখানে পেট্রোলের দাম গিয়ে দাঁড়াল ৭৪.৭২ টাকা প্রতি লিটার। কলকাতায় এই দাম ৭১.২০ টাকা। চেন্নাইয়ে ৭১.৬৭ টাকা প্রতি লিটার।

4/7

S 4

S 4

এদিন দিল্লিতে ডিজেলের দাম হল ৬২.৮১ টাকা প্রতি লিটার। কলকাতায় এই দাম হল ৬৪.৫৮ টাকা, চেন্নাইয়ে ৬৬.৩১ টাকা, মুম্বইয়ের দাম ৬৫.৭৩ টাকা প্রতি লিটার।

5/7

S 3

S 3

কয়েক মাস আগে পেট্রোল-ডিজেলের দাম নাভিশ্বাস তুলেছিল সাধারণ মানুষের। তবে মাস খানেক আগে থেকে তেলের দাম ক্রমাগত নামতে শুরু করে।

6/7

S 2

S 2

তেলের দাম ক্রমশ বেড়ে যাওয়ার কারণে ক্রমশ চাপ বাড়ছিল কেন্দ্রের ওপরে। একপ্রকার বাধ্য হয়েই অরুণ জেটলি লিটারপিছু তেলের দামে আড়াই টাকা কম করার ঘোষণা করেন। একইসঙ্গে রাজ্য সরকারগুলিতেও শুল্ক কম করে তেলের দাম কম করতে বলেন অর্থমন্ত্রী।

7/7

s 1

s 1

এদিকে তেলের দাম ক্রমশ কম হওয়ার মধ্যেই সম্প্রতি এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয় কর্ণাটক সরকার। রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলের ওপরে ২ শতাংশ কর চাপানোর কথা ঘোষণা করে। ১ জানুয়ারি থেকে ওই নির্দেশিকা লাগু হয়েছে।