পরপর দু'দিন বাড়ল পেট্রোলের দাম, জেনে নিন কলকাতার দর কত
Aug 17, 2020, 13:50 PM IST
1/5
বেশ কিছুদিন স্থির থাকার পর ফের বাড়তে শুরু করেছে পেট্রোলের দাম। সোমবার ফের লিটারপিছু ১৬ পয়সা বাড়ল পেট্রোলের দাম।
2/5
এনিয়ে পরপর দুদিন বাড়ল পেট্রোলের দাম। সোমবার কলকাতায় প্রতিলিটার পেট্রোলের দাম বেড়ে হল ৮২.৩০ টাকা। মুম্বইয়ে দাম গিয়ে দাঁড়াল ৮৭.৪৫ টাকা। দিল্লিতে দাম হল ৮০.৭৩ টাকা ও চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম হল ৮৩.৮৭ টাকা।
photos
TRENDING NOW
3/5
২৯ জুন থেকে পেট্রোলের দাম ৪৭ দিন থিতু ছিল। এরপর গত রবিবার বেড়েছিল পেট্রোলের দাম। এদিন লিটারপিছু পেট্রোলের দাম বাড়ে লিটারে ১৪ পয়সা।
4/5
এদিকে, কিছুটা থিতু হয়েছে ডিজেলের দাম। সোমবার কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম হল ৭৭.০৬ টাকা, মুম্বইয়ের দাম ৮০.১১ টাকা, দিল্লিতে দাম ৭৩.৫৬ টাকা ও চেন্নাইয়ে এই দাম ৭৮.৮৬ টাকা প্রতি লিটার।
5/5
দেশের তেল উত্পাদন কোম্পানিগুলি সূত্রে খবর আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম বাড়ছে। তাই পেট্রোলের দাম নতুন করে নির্ধারণ করতে হচ্ছে। অন্যদিকে, কোভিডের কারণে ডিজেলের বিক্রি বেশ খানিকটা কমেছে বিশ্বজুড়েই।