৪ মে থেকে একটু একটু করে বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। রোজ পয়সায় দাম বাড়ায় নজর এড়িয়ে ক্রমশ মহার্ঘ পেট্রোপণ্য। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় এই বৃদ্ধি বলে জানাচ্ছে তেল সংস্থা। কলকাতায় পেট্রোলের নতুন দাম লিটার পিছু ৯৩ টাকা ১১ পয়সা। ডিজেলের দাম ৮৬ টাকা ৬৪ পয়সা।
4/4
নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। বাজারের আগুন দাম। তার ওপর লকডাউন, করোনার কোপ, চিকিৎসার খরচ, সেখানে জ্বালানির দাম বাড়ায় চিন্তা আরও বাড়ছে। কারণ, করোনার দোহাই দিয়ে বেশ কিছু সংস্থা বেতন বাড়ায়নি। এদিকে বাজারদর ক্রমশ দ্বিগুণ হয়ে যাচ্ছে। রোজ দফায় দফায় পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি চিন্তার অন্যতম কারণ এখন।