টানা কমার পর সোমবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
Jan 07, 2019, 10:45 AM IST
1/5
S 5
বেশ কিছুদিন ধরে পেট্রোল-ডিজেলের দাম লক্ষ্যনীয়ভাবে কমার পর সোমবার ফের বাড়ল তেলের দাম। সংবাদসংস্থা এএনআইয়ের খবর, এদিন দিল্লিতে পেট্রোল বিক্রি হল লিটারপিছু ৬৮.৫০ টাকা। ডিজেলের দাম লিটারে ৬২.২৪ টাকা।
2/5
S 4
মুম্বইয়ে এমনিতেই তেলের দাম দেশের অন্যান্য অংশের তুলনায় বেশি থাকে। সোমবার সেখানে পেট্রোলের দাম গিয়ে দাঁড়াল ৭৪.১৬ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম হল ৬৫.১২ টাকা লিটার।
photos
TRENDING NOW
3/5
S 3
কয়েক মাস আগে পেট্রোল-ডিজেলের দাম নাভিশ্বাস তুলেছিল সাধারণ মানুষের। তবে মাস খানেক আগে থেকে তেলের দাম ক্রমাগত নামতে শুরু করে। রবিবার রাজধানীতে পেট্রোলের দাম হয় ৬৮.২৯ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম হয় ১০ পয়সা কমে হয় ৬২.১৬ টাকা প্রতি লিটার।
4/5
S 2
তেলের দাম ক্রমশ বেড়ে যাওয়ার কারণে ক্রমশ চাপ বাড়ছিল কেন্দ্রের ওপরে। একপ্রকার বাধ্য হয়েই অরুণ জেটলি লিটারপিছু তেলের দামে আড়াই টাকা কম করার ঘোষণা করেন। একইসঙ্গে রাজ্য সরকারগুলিতেও শুল্ক কম করে তেলের দাম কম করতে বলেন অর্থমন্ত্রী।
5/5
s 1
এদিকে তেলের দাম ক্রমশ কম হওয়ার মধ্যেই সম্প্রতি এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয় কর্ণাটক সরকার। রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলের ওপরে ২ শতাংশ কর চাপানোর কথা ঘোষণা করে। ১ জানুয়ারি থেকে ওই নির্দেশিকা লাগু হয়েছে।