রবিবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এনিয়ে পরপর ৪ দিন দামী হল জ্বালানী।
2/5
S 4
রবিবার থেকে কলকাতায় পেট্রোলের দাম হল ৭২.৬৩ টাকা প্রতি লিটার, দিল্লিতে এই দাম ৭০.৩৭ টাকা, মুম্বইয়ে ৭৬.০৬ টাকা ও চেন্নাইয়ে ৭৩.১০ টাকা প্রতি লিটার। ওই চার শহরে শনিবার পেট্রোলের দাম ছিল ৯ পয়সা কম।
photos
TRENDING NOW
3/5
S 3
অন্যদিকে, রবিবার ডিজেলের দাম ৮ পয়সা বেড়ে দিল্লিতে হল ৬৪.১৯ টাকা প্রতি লিটার, কলকাতায় ৬৬.১১ টাকা, মুম্বইয়ে ৬৭.৩০ টাকা। চেন্নাইয়ে লিটারপিছু ৯ পয়সা বেড়ে হল ৬৭.৯০ টাকা।
4/5
S 2
উল্লেখ্য, প্রতিদিনই তেলের দাম ঠিক করে দেশের তেল কোম্পানিগুলি। অন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলার ও টাকা বিনিময় মূল্যের ওপরে নির্ভর করে নতুন দাম।
5/5
s 1
প্রসঙ্গত, শুক্রবার আন্তর্জাতিক বাজারে অনেকটাই কমেছিল তেলের দাম। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের প্রেসিডেন্টের মধ্যে ব্যবসা নিয়ে কথাবার্তা চালু হওয়ার পরই ওপেকের তেল উত্পাদন কম করে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে তেলের দাম অনেকটাই বেড়েছে বলে মনে করা হচ্ছে।