দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই- চারটি মহানগরে ডিজেলের দাম ৬৭.০২ টাকা, ৬৮.৭৫ টাকা, ৭০.১৫ টাকা ও ৭০.৭৭ টাকা।
6/9
আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অশোধিত তেলের দাম কমেছে ২৭ ডলার। এর পাশাপাশি ভারতীয় মুদ্রাও ডলারের নিরিখে ঘুরে দাঁড়িয়েছে।
7/9
আন্তজার্তিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও পড়তে পারে। শুক্রবারই প্রতি ব্যারেলে ৬০ ডলারের নীচে নেমে গিয়েছে অপরিশোধিত তেল।
8/9
আন্তর্জাতিক বাজারে দর কমলেও দেশে পেট্রোল-ডিজেলের দর বেশি নীচে নামবে না বলে মত বিশেষজ্ঞদের। সেক্ষেত্রে দাম কমলেও শুল্ক বাড়িয়ে দিতে পারে সরকার। তখন আর ফায়দা মিলবে না। কিন্তু লোকসভা নির্বাচনের আগে সেই পদক্ষেপ সরকার করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।