এনিয়ে পরপর তিনদিন, লকডাউন শেষ হতেই চড়চড়িয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম

Jun 09, 2020, 13:47 PM IST
1/5

1

1

টানা ৮৩ দিন পর রবিবার দাম বেড়েছিল পেট্রোল ও জিজেলের। তার পর থেকে পরপর দাম বেড়েই চলেছে জ্বালানীর। অর্থাত্ টানা তিন দিন বাড়ল দাম।

2/5

2

2

মঙ্গলবার পেট্রোলে বাড়ল লিটারপিছু ৫৪ পয়সা ও ডিজেলে বাড়ানো হল ৫৮ পয়সা।

3/5

3

3

কলকাতায় পেট্রোলের দাম হল ৭৪.৯৮ টাকা ও ডিজেলের দাম বেড়ে হল ৬৭.২৩ টাকা প্রতি লিটার।

4/5

4

4

সোমবারও একদফা বেড়েছিল দাম। পেট্রোল ও ডিজেলে লিটারপিছু বাড়ানো হয় ৬০ পয়সা। এদিন কলকাতায় পেট্রোলের দাম ছিল ৭৪.৪৬ টাকা। ডিজেলের দাম ছিল ৬৬,৭১ টাকা প্রতি লিটার।

5/5

5

5

রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি গত ৮৩ দিন জ্বালানীর দাম না বাড়ালেও মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীরের মতো জাাগায় ভ্যাট ও সেস বসিয়ে আয়ের রাস্তা খোলা রাখা হয়।