তিন বছর হল বাবা নেই, স্মৃতিবিজড়িত পুজো এগিয়ে নিয়ে চলেছেন অভিষেক ও বৈশালী ডালমিয়া

| Oct 17, 2018, 12:09 PM IST
1/7

স্মৃতিবিজড়িত পুজো

1

উত্তর কলকাতার পাথুরিয়াঘাটার ঘোষ বাড়ির দুর্গো পুজো। সর্বজনবিদিত ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়ার শ্বশুরবাড়ির পুজো। 

2/7

স্মৃতিবিজড়িত পুজো

2

একটা সময় নিয়মিত ঘোষ বাড়ির পুজোয় থাকতেন জগমোহ ডালমিয়া। স্ত্রী চন্দ্রলেখা ডালমিয়ার সঙ্গে পুষ্পাঞ্জলি দেওয়া থেকে শুরু করে সন্ধিপুজো দেখা, সবেতেই আনন্দের সঙ্গে থাকতে ভালবাসতেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি।

3/7

স্মৃতিবিজড়িত পুজো

3

২৫০ বছরের পুরনো বনেদি পুজো পাথুরিয়াঘাটার ঘোষ বাড়ির পুজো। 

4/7

স্মৃতিবিজড়িত পুজো

4

দেবীকে ভোগ উত্সর্গ করা ছাড়াও বাড়িতে তৈরি মিষ্টি নিবেদন করা হয়। সপ্তমীতে এখনও প্রথা মেনে বলি হয়। তবে পশুবলি নয়। হয় চালকুমড়ো বলি।

5/7

স্মৃতিবিজড়িত পুজো

5

চন্দ্রপুলি, ক্ষীরের চপ, নারকেল নাড়ু দিয়ে দেবীর মুখ মিষ্টি করানো হয়। 

6/7

স্মৃতিবিজড়িত পুজো

6

ঘোষ বাড়ির পুজোর ঐতিহ্য ও জৌলুস এখনও একইরকম। জগমোহনবাবুর পুত্র ও কন্যা অভিষেক ও বৈশালী ডালমিয়া এই বনেদি পুজো এগিয়ে নিয়ে চলেছেন। 

7/7

স্মৃতিবিজড়িত পুজো

7

আজ তিন বছর হল বাবা নেই। পুজো এলেই মন খারাপের প্রহর সিএবির যুগ্ম সচিব অভিষেক ডালমিয়ার কাছে। স্মৃতিবিজড়িত পুজোয় এসে প্রিয় মানুষের জন্য চোখে জল আসে মেয়ে বৈশালি ও স্ত্রী চন্দ্রলেখারও।