পুজোয় বাংলা ছবির বাজারে ব্যবসায়, চাহিদায় কে কোথায়

Oct 16, 2018, 17:27 PM IST
1/8

1

1

১২ অক্টোবর, পুজোর মুখে এক সঙ্গে ছ’ ছ’টা বাংলা ছবি মুক্তি পেয়েছে। কোনটা ছেড়ে কোনটা দেখবেন, তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। কেউ আবার তালিকায় ছ’টার মধ্যে ৩-৪টে ছবি পর পর দেখার পরিকল্পনা নিয়ে ফেলেছেন।

2/8

2

2

১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত কলকাতা ও মফস্বলের একাধিক সিনেমা হল আর মাল্টিপ্লেক্সে টিকিটের চাহিদার নিরিখে দেখে নেওয়া যাক কোন ছবি তালিকার তুঙ্গে আর কোন ছবি চাহিদার পারদ এখনও চড়েনি।

3/8

ভিলেন

ভিলেন

কলকাতা ও মফস্বলের একাধিক সিনেমা হল আর মাল্টিপ্লেক্সে টিকিটের চাহিদার নিরিখে এখনও পর্যন্ত ষষ্ঠ স্থানে অঙ্কুশ-মিমির ‘ভিলেন’। টোটা রায়চৌধুরী পরিচালিত এই ছবিটি এখনও তেমন চাহিদার মুখ দেখেনি। তবে হল মালিকরা এখনই হাল ছাড়তে নারাজ। মশলাদার অ্যাকশন ছবি বলে কথা!

4/8

হইচই আনলিমিটেড

হইচই আনলিমিটেড

কলকাতা ও মফস্বলের একাধিক সিনেমা হল আর মাল্টিপ্লেক্সে টিকিটের চাহিদার নিরিখে এখনও পর্যন্ত পঞ্চম স্থানে রয়েছে অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত সুপারস্টার দেবের ‘হইচই আনলিমিটেড’। মফস্বলের হলগুলোতে ইতিমধ্যেই ছবিটির চাহিদা উর্দ্ধমুখী।

5/8

কিশোর কুমার জুনিয়র

কিশোর কুমার জুনিয়র

একাধিক সিনেমা হল আর মাল্টিপ্লেক্সে টিকিটের চাহিদার নিরিখে এখনও পর্যন্ত চতুর্থ স্থানে রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কিশোর কুমার জুনিয়র’। আপাদমস্তক বাঙালিয়ানায় মোড়া এই ছবিটির আনাচে কানাচে ছোট ছোট ঘরোয়া মধ্যবিত্ত অনুভূতি ফুটে উঠেছে। তাই ছবিটি মন জয় করেছে অসংখ্য বাঙালি দর্শকের।

6/8

মনোজদের অদ্ভুত বাড়ি

মনোজদের অদ্ভুত বাড়ি

কলকাতা ও মফস্বলের একাধিক সিনেমা হল আর মাল্টিপ্লেক্সে টিকিটের চাহিদার নিরিখে এখনও পর্যন্ত তৃতীয় স্থানে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরিচালিত ‘মনোজদের অদ্ভুত বাড়ি’। প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ছবির বিষয়বস্তু এ বারও অসংখ্য বাঙালি দর্শকের জয় করেছে।

7/8

ব্যোমকেশ গোত্র

ব্যোমকেশ গোত্র

পুজোয় বাংলার বক্স অফিসের লড়াইয়ে দ্বিতীয় স্থানে অরিন্দম শীল পরিচালিত ‘ব্যোমকেশ গোত্র’ রয়েছে দ্বিতীয় স্থানে। এই মুহূর্তে অরিন্দম শীল পরিচালিত ‘ব্যোমকেশ’ সিরিজের প্রত্যেকটি ছবিই বেশ মনে ধরেছে দর্শকদের। তাই ‘ব্যোমকেশ গোত্র’ ছবিটির টিকিট হট কেক-এর মতো বিকোচ্ছে পুজোর বাজারে।

8/8

এক যে ছিল রাজা

এক যে ছিল রাজা

কলকাতা হোক বা মফস্বল, সিঙ্গল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্সে— ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সর্বোত্রই সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’র টিকিটের চাহিদা তুঙ্গে। এ ছবির ফার্স্ট লুক সামনে আসার পর থেকেই ছবিটির প্রতি দর্শকদের কৌতুহল বাড়তে থাকে। আর এই কৌতুহলের টানেই বাংলার বেশির ভাগ দর্শক আপাতত ‘এক যে ছিল রাজা’র জন্য হলমুখী। তবে পুজোর সপ্তাহ পেরনোর পর ছবিগুলির চাহিদার সঠিক আন্দাজ পাওয়া যাবে।