বনধের ঝুঁকি এড়াতে সময়ের ১২ ঘণ্টা আগে থেকেই বিমানবন্দরে যাত্রীরা
Nov 26, 2020, 10:58 AM IST
1/5
কলকাতা বিমানবন্দরে বনধের কোন প্রভাব নেই। সকাল থেকেই চেনা ছন্দে কলকাতা বিমানবন্দর। তবে যাত্রীদের চোখেমুখে আতঙ্ক। যানবাহন না চলার আশঙ্কায় বহু আগেই বিমানবন্দরে চলে আসে যাত্রীরা। কেউ ১২ ঘন্টা আগে তো কেউ ৮ ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছে যান।
2/5
এ দিন কেরলায় কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য গতকাল রাতেই বিমানবন্দরে হাজির হয় ১৩ জনের একটি পরিযায়ী শ্রমিকের দল। তারা গতকাল রাত ৮টায় ডোমকল থেকে বিমানবন্দরে আসার উদ্দেশ্যে রওনা দেয়।
photos
TRENDING NOW
3/5
রাত ২টোয় বিমানবন্দরে পৌঁছয়। তাদের বিমান আজ দুপুর ৩টেয়। এত আগে বিমানবন্দরে চলে আসার কারণ হিসেবে জানায় গাড়ি চলবে কিনা এই আশঙ্কায় এত আগে চলে এসেছে।
4/5
আবার ব্যাঙ্গলোর কাজের উদ্দেশ্যে উড়ে যাওয়ার আগে পেশায় তথ্যপ্রযুক্তির এক কর্মচারী সস্ত্রীক ভোর ভোর বিমানবন্দরে হাজির হয়। টালিগঞ্জের বাসিন্দা ওই তথ্যপ্রযুক্তি কর্মী এ দিন ভোর ৭টায় বিমানবন্দরে হাজির হয় দুপুরের বিমানে উড়ে যাওয়ার উদ্দেশ্যে।
5/5
এই ঘটনায় ফের একবার রাজ্যে সাপ্তাহিক লকডাউনের স্মৃতি উস্কে দেয়। সেই সময় বিমানে অন্য রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে পরিযায়ী শ্রমিক থেকে সাধারণ মানুষ এরকম ১২-১৩ বা ২৪ ঘন্টা আগে বিমানবন্দরে উপস্থিত হত।