'এত ফাঁকায় আগে উঠিনি', বলছেন মেট্রো যাত্রীরা, খুশি নয়া স্বাস্থ্যবিধিতে

Sep 14, 2020, 09:47 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ লকডাউন কাটিয়ে ৬ মাসের মাথায় আজ সকাল থেকে ফের শুরু হয়েছে কলকাতা মেট্রো পরিষেবা। সকাল ৮টা থেকে শুরু হয়েছে পরিষেবা। শেষ ট্রেন অন্তিম স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যা ৭টায়। 

2/5

প্রথম দিনের অভিজ্ঞতায় দেখা গেল, মেট্রোয় ভিড় একেবারে নেই বললেই চলে। একেবারে ফাঁকা মেট্রো। যাত্রীরা বলছেন, এত ফাঁকা মেট্রোতে আগে উঠিনি।  

3/5

মেট্রো পরিষেবা চালু হওযায় খুশি ঢালাই ব্রিজ অর্থাৎ শহিদ ক্ষুদিরামের যাত্রীরা। কলকাতা শহর লাগোয়া সোনারপুর, গড়িয়া, নরেন্দ্রপুর এলাকার বাসিন্দারা মূলত এই মেট্রো স্টেশন দিয়েই যাতায়াত করেন। 

4/5

এতদিন তাঁদের বাসে যেতে হচ্ছিল বলে সমস্যায় পড়ছিলেন তাঁরা। মেট্রো চালু হওযায় এবার যাতায়াতের সময় কম লাগবে বলে জানিয়েছেন তাঁরা। 

5/5

এর পাশাপাশি, বর্তমানে করোনা পরিস্থিতিতে যেভাবে স্বাস্থ্যবিধি মেনে মেট্রো পরিষেবা চালু হয়েছে তাতে খুশি যাত্রীরা।