গা ছমছমে ভূতের গল্প, হইচই-এ মুক্তি পেল রুদ্রনীল-সায়নীর 'ব্রহ্মদৈত্য'

Sep 14, 2020, 00:12 AM IST
1/12

'কে সিক্রেট আই', 'রহস্য রোমাঞ্চ সিরিজ', 'জম্বিস্তান'-এর পর ভূতের গল্প 'ব্রহ্মদৈত্য' নিয়ে হাজির অভিরূপ ঘোষ। 

2/12

অভিরূপ ঘোষের পরিচালনায় ডার্ক ফ্যান্টাসি নিয়ে তৈরি 'ব্রহ্মদৈত্য'তে মুখ্য় ভূমিকায় রয়েছেন রুদ্রনীল ঘোষ ও সায়নী ঘোষ।

3/12

সম্প্রতি 0TT প্ল্যাটফর্ম 'হইচই'-এ মুক্তি পেয়েছে অভিরূপ ঘোষের এই ছবি।

4/12

'ব্রহ্মদৈত্য' একজন সাংবাদিক সায়ন্তিকার গল্প। যে ভূমিকায় অভিনয় করেছেন সায়নী ঘোষ। সাংবাদিক সায়ন্তিকা অন্তর্মুখী স্বভাবের এবং হতাশাগ্রস্ত।

5/12

সায়ন্তিকাকে তাঁর বাবা-মা ও বন্ধুরা সব সময় ছোট করে এসেছেন। এমনকি কর্মক্ষেত্রেও তাঁর সহকর্মীরা তাঁকে বকাঝকা করেন। 

6/12

একদিন সায়ন্তিকা তাঁর সিনিয়রের কাছ থেকে বাংলার অতিপ্রাকৃত বিষয়ের উপর একটি গল্প লেখার দায়িত্ব পান। 

7/12

 সায়ন্তিকা প্রচুর গবেষণা করেও আকর্ষণীয় বিষয় খুঁজে পেতে প্রথমে ব্যর্থ হন। হাল ছেড়ে দেবেন ঠিক এমন সময়ই এক অদ্ভুত সাইটের সন্ধান পান সায়ন্তিকা। 

8/12

মনোগ্রাহী লেখার কাজ করতে গিয়েই সায়ন্তিকা (সায়নী ঘোষ) জড়িয়ে পড়েন অদ্ভুত অতিপ্রাকৃতিক বিভিন্ন ঘটনার সঙ্গে। আর তাঁর সঙ্গে কী ঘটবে তা জানতে হলে দেখতে হবে 'ব্রহ্মদৈত্য'।

9/12

'ব্রহ্মদৈত্য' ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ। অভিনেতার কাছে এ ধরনের চরিত্রে অভিনয় করাটা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। 

10/12

রুদ্রনীল, সায়নী ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সৌমাল্য দত্ত, সৌমেন বোস, সৌরভ সাহা, দত্তাত্রেয় চট্টোপাধ্যায় ও মনিকা দে-সহ আরও অনেকে।

11/12

'ব্রহ্মদৈত্য' ছবিটি পরিচালনার সঙ্গে ছবির গল্পও লিখেছেন অভিরূপ ঘোষ।

12/12

ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন অঙ্কিত সেনগুপ্ত, সম্পাদনা জীশনু সেন, সঙ্গীত পরিচালনায় মেঘ বন্দ্যোপাধ্যায়।