অফবিট তেপান্তর! এই বর্ষায় হাত বাড়ালেই মেঘ-মাখানো বনপাহাড়ির দেশ পাসাবং...
Pasabong New Tourist Spot in North Bengal: বাংলার এক নতুন ট্যুরিস্ট স্পট। পাহাড়ঘেরা নতুন এই উপত্যকার নাম পাসাবং। যার মধ্যমণি গীতখোলা নদী। বন-পাহাড়, মেঘ-রোদ্দুরের সমাহারে অপূর্ব এক ঠিকানা।
অরূপ বসাক: নদী-সমুদ্রের জলকণা থেকে মেঘের জন্ম। সেই মেঘ হাওয়ায় ভেসে চলে যায় পাহাড়চূড়ায়। পাহাড়ের কোলে তখন মেঘ-মাখানো রৌদ্রছায়া। তাতে মন হারিয়ে যায় যখন-তখন। মেঘের ছায়ায় শোনা যায় পাহাড়ি নদীর কলতান, সঙ্গে ঝিঁঝি-সহ নানা পোকার গান। সব মিলিয়ে পরিবেশ হয়ে ওঠে মোহময়ী। এসব শুনতে শুনতেই এখানে কেটে যায় সময়। চাইলে পাহাড়ের পাকদণ্ডী বেয়ে ট্রেকিং। জোৎস্নারাতে আরও অপরূপ পরিবেশ। কালিম্পং জেলার আলগাড়া ব্লকের গীতখোলা পাসাবং এই রকমই এক গন্তব্য। আদ্যন্ত নতুন।
1/6
পাসাবং হিল রিভার ট্রেইল
2/6
পাহাড়-বনঘেরা
photos
TRENDING NOW
3/6
প্রকৃতি ছুঁয়ে থাকা
প্রকৃতি ছুঁয়ে থাকার এমন উদ্যোগের কান্ডারী রাজেন প্রধান। পর্যটনে নতুন নতুন সব ভাবনার দিশারি রাজেনই স্থানটি নির্বাচন করেছেন। বেকার বা উদ্যোগী তরুণ প্রজন্মকে অনেকটা সমবায়ের মতো করে বিনিয়োগে উৎসাহ দেন তিনি। আগামীদিনে পাসাবংয়ের মডেল অন্যান্য স্থানেও লক্ষ্য করা যাবে বলে রাজেনবাবুদের উদ্বোধনের মঞ্চ থেকে দাবি করা হয়। বলা হয়, পাহাড়ে তৈরি হচ্ছে কর্মসংস্থানের বিকল্প মাধ্যম।
4/6
লাভা, লোলেগাঁও, রিশপ
উদবোধনের প্রথম দিনেই পর্যটকের ভিড় দেখা গিয়েছে। ট্রেকিং করে পাহাড়ের চূড়ায় উঠলে বহু দূরে দেখা যাবে শিলিগুড়ি, মালবাজার-সহ ডুয়ার্সকে। এখান থেকে অন্যান্য টুরিস্ট স্পটগুলিও খুব কাছে। লাভা, লোলেগাঁও, রিশপ, ঝান্ডি, নকডারা। এক একটি রুমের ভাড়া ২৫০০ টাকা। খাওয়ার খরচ আলাদা। দোতালা এই রুমে ৬-৭ জন থাকতে পারবে বলে হোমস্টে কর্তৃপক্ষ জানিয়েছেন।
5/6
উপত্যকার মধ্যমণি গীতখোলা
6/6
মেঘের ছায়াঢাকা অপরূপ পরিবেশ
photos