হাজরায় সাদা ইন্ডিকার ভিতর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি নিরীহ প্যাঙ্গোলিন!

Sep 07, 2019, 14:01 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন : পাচারের সময় খাস কলকাতা থেকে উদ্ধার হল দু-দুটি প্যাঙ্গোলিন। একটি ইন্ডিকা গাড়ির মধ্যে থেকে উদ্ধার করা হয় প্যাঙ্গোলিন দুটিকে। গ্রেফতার করা হয়েছে এক মহিলা সহ ৬ জন।

2/8

বন দফতর সূত্রে খবর, তাদের কাছে খবর আসে ভিন রাজ্য থেকে আনা হচ্ছে প্যাঙ্গোলিন। কলকাতাকে রুট হিসাবে ব্যবহার করে পার্শ্ববর্তী এলাকা প্যাঙ্গোলিন পাচারের কেন্দ্রস্থল হয়ে উঠছে।  

3/8

সূত্র মারফৎ জানা যায়, শনিবার রাতে হাজরা এলাকায় একটি জায়গাতে দুটো প্যাঙ্গলিন পাচার হবে। সেইমতো ফাঁদ পাতে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো।

4/8

বন দফতরের আধিকারিকরা ক্রেতা সেজে অপেক্ষা করতে থাকেন হরিশ মুখার্জি স্ট্রিটে। চোখে পড়ে, সন্দেহভাজন তিনজন একটি জায়গায় অপেক্ষা করছে।

5/8

খানিক পরই আসে সাদা রঙের একটি ইন্ডিকা গাড়ি। সেই গাড়ির মধ্যে ব্যাগের ভিতর থেকেই ২টি প্যাঙ্গোলিন উদ্ধার হয়।

6/8

পাচারচক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা ৬ জনকে। ধৃতদের জেরায় জানা গিয়েছে, প্যাঙ্গোলিন দুটিকে নিয়ে আরেকজন ক্রেতার কাছে বিক্রির কথা ছিল।

7/8

বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার দুটি প্যাঙ্গোলিনের মধ্যে একটি অসুস্থ। তার চিকিৎসা চলছে।

8/8

প্রসঙ্গত, প্যাঙ্গোলিনের মাংস ও আঁশের চাহিদা রয়েছে। পরিসংখ্যান বলছে, মানুষের পর সর্বাধিক পাচার হওয়া স্তন্যপায়ী হল প্যাঙ্গোলিন।