বেরিয়ে এল সত্য, আজহারের ডেরায় এয়ার স্ট্রাইকের স্বীকারোক্তি পাক রেলমন্ত্রীর

Feb 28, 2019, 22:37 PM IST
1/5

সত্যি লুকিয়ে রাখা যায় না। বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকের কথা স্বীকার করে নিলেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ। 

2/5

পুলওয়ামার পর মঙ্গলবার বালাকোটে জইশ-এ-মহম্মদের ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালায় ভারত। ঘটনার পর থেকে ইসলামাবাদ দাবি করে আসছিল, সেখানে কোনও জঙ্গি শিবির ছিল না। দু-একটা গাছ ভেঙেছে। এমনকি বিদেশি সংবাদমাধ্যমগুলিও প্রত্যক্ষদর্শীদের বয়ান তুলে ধরে সেই দাবির পক্ষে দাঁড়ায়। কিন্তু পাকিস্তানের রেলমন্ত্রীর বক্তব্যে সবটা স্পষ্ট হয়ে গেল। 

3/5

টাইমস নাও-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি সংসদের যৌথ অধিবেশনে পাক রেলমন্ত্রী শেখ রশিদ বলে ফেলেন, ৪টি বিমান ঢুকেছিল জাবায়। পিছনে আরও ১০টি বিমান আত্মরক্ষার ফরমেশনে ছিল। 

4/5

রেলমন্ত্রী আরও বলেন, ''জাবায় ঢুকেছিল ভারতীয় বিমান। আজহার সাহেবের মাদ্রাসা ধুলোয় মিশিয়ে দেয় তারা''। 

5/5

এদিন সাংবাদিক বৈঠকে এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর বলেন,''বালাকোটে জইশের জঙ্গিঘাঁটিতে বোমাবর্ষণ করা হয়েছে। মৃতের সংখ্যা আগেভাগে বলে দেওয়া ঠিক নয়। তবে আমরা যেটা চেয়েছিলাম, তেমন ফলই পেয়েছি''। তিনি আরও বলেন,''বায়ুসেনার কাছে জঙ্গিঘাঁটি ধ্বংসের প্রমাণ রয়েছে। তা প্রকাশ করার সিদ্ধান্ত নেবেন সরকারের কর্তাব্যক্তিরা''।