ছোট হোক বা বড়, পাতিপুকুর বাজারে 'জলের দরে' বিকোচ্ছে পদ্মার ইলিশ!
Sep 15, 2020, 08:50 AM IST
1/5
নিজস্ব প্রতিবেদন : ইলিশ প্রিয় বাঙালির পদ্মার ইলিশে রসনা তৃপ্তির ঝোঁক বরাবর। অবশেষে এপারের বাঙালির জন্য পুজোর আগে এসে পৌঁছাল হাসিনার উপহার।
2/5
ওপার বাংলার ইলিশ এসে পৌঁছাল এপার বাংলায়। মঙ্গলবার ভোরে কলকাতায় এসে পৌঁছাল ৩ টন ইলিশ।
photos
TRENDING NOW
3/5
এর মধ্যে দমদম-পাতিপুকুর বাজারে আসে ১ টন ইলিশ। এক-একটা মাছের ওজন ৮০০ গ্রাম থেকে ১২০০ গ্রাম।
4/5
ছোট ইলিশও আছে। ছোট ইলিশের দাম ৮০০ থেকে ৯০০ টাকা। তবে বড় ইলিশ পাইকারি দরে বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি দরে।
5/5
মোট ১৪ টন পদ্মার ইলিশ বাংলাদেশ পাঠাচ্ছে পশ্চিমবঙ্গকে। দু-দেশের কূটনৈতিক সৌজন্য, দ্বিপাক্ষিক সম্পর্কে যাকে এপার বাঙালির জন্য পুজোয় হাসিনার উপহার বলছে ওয়াকিবহল মহল।