এক মাসে বদলে গেলাম...দেখুন কীভাবে

Nov 11, 2018, 19:58 PM IST
1/10

আমাকে মোটা বোলো না...

Fat_1

‘যখন আয়নার সামনে দাঁড়াতাম, নিজের আত্মবিশ্বাস যেন টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ত’- মোটা সম্পর্কে প্রশ্ন করলে সবাইকে প্রথম এই প্রতিক্রিয়াটা দিয়ে থাকেন অস্ট্রেলিয়ার যুবতী জোসি দেসগ্রান্ড।

2/10

আমাকে মোটা বোলো না...

Fat_2

বয়স মাত্র ১৬ বছর। ওজন ছিল ১২৭ কিলোগ্রাম।

3/10

আমাকে মোটা বোলো না...

Fat_3

হ্যাঁ, এখন তিনি স্বীকার করেই নিচ্ছেন, অত্যাধিক খাওয়াদাওয়ার কারণেই এমন চেহারা তৈরি হয়।

4/10

আমাকে মোটা বোলো না...

Fat_4

 তাঁর স্থূল চেহারা নিয়ে মসকরা করত বন্ধুরা। প্রথম দিকে পাত্তা না দিলেও, হঠাতই তাঁর জেদ চেপে যায়, রোগা তাঁকে হতেই হবে।

5/10

আমাকে মোটা বোলো না...

Fat_5

ব্যস্ যেমন বলা তেমনই কাজ। আদা জল খেয়ে নেমে পড়লেন জোসি। 

6/10

আমাকে মোটা বোলো না...

Fat_6

জোসির কথায় তাঁর বাবাও ভীষণভাবে সাহায্য করেন।

7/10

আমাকে মোটা বোলো না...

Fat_7

কড়া ডায়েট চার্ট বানিয়ে ফেললেন তিনি। জল পানের মাত্রাও ঠিক করে নিলেন।

8/10

আমাকে মোটা বোলো না...

Fat_8

জোসি বলেন, মাত্র ১৫ দিনের মধ্যেই হাতেনাতে ফল পেলেন। বিভিন্ন সময়ের নিজস্বী তুলে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে লাগলেন জোসি।

9/10

আমাকে মোটা বোলো না...

Fat_9

জোসি জানান, জিমেও ভর্তি হন তিনি। প্রতি দিন নিয়ম করে শরীর চর্চা করতে শুরু করেন।

10/10

আমাকে মোটা বোলো না...

Fat_10

মাত্র এক মাসের মধ্যে ওজন কমিয়ে আনেন ৬৫ কিলোগ্রামে। তিনি বলেন, হঠাত কেউ দেখলে চিনতেই পারেন না। ফের নতুন করে পরিচয় দিতে হয়। তবে, কেউ রোগা ফর্মুলা জিজ্ঞেস করলে তাঁর একটা কথা, জেদ। এটা থাকলে সব পারা যায়।