এই একটা টাকার কয়েনই দিতে পারে ১০ কোটি! কীভাবে পাবেন?

Dec 05, 2022, 19:28 PM IST
1/5

একটা টাকার কয়েনই ১০ কোটি

Re 1 COIN can get you Rs 10 CRORE

একটা ১ টাকার কয়েনে ১০ কোটি! চক্ষু চড়কগাছ হলেও এটাই সত্যি। রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ মাত্র ১ টাকার কয়েনে থাকবে তা কেইবা জানতো। পুরানো পয়সা জমানোর অভ্যাস থাকলে আপনির চেষ্টা করে দেখতে পারেন। 

2/5

একটা টাকার কয়েনই ১০ কোটি

Re 1 COIN can get you Rs 10 CRORE

তবে এক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম মিলে যেতে হবে। সেগুলি মিলে গেলেই অকশন থেকে ১টাকার ওই কয়েনে ১০ কোটি টাকা পেতে পারেন। দেরাজের কোনও কোণায় ব্রিটিশ জমানার এই কয়েন আপনার কাছে থাকলেও থাকতে পারে। 

3/5

একটা টাকার কয়েনই ১০ কোটি

Re 1 COIN can get you Rs 10 CRORE

এই মুদ্রার বিশেষত্ব হল, এর এক পিঠে খোদাই করা রয়েছে ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়ার ছবি। অন্য পিঠে ইংরেজি হরফে লেখা ‘ওয়ান রুপি ইন্ডিয়া ১৮৮৫’।

4/5

একটা টাকার কয়েনই ১০ কোটি

Re 1 COIN can get you Rs 10 CRORE

অনলাইন প্লাটফর্মে প্রথমে রেজিস্টেশন করে নিলামে অংশ নিতে পারে।  www.indiamart.com. এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কয়েকটি স্টেপ পূরণ করলেই কে জানে আপনার ভাগ্যেই হয়তো শিকে ছিঁড়ল। 

5/5

একটা টাকার কয়েনই ১০ কোটি

Re 1 COIN can get you Rs 10 CRORE

কয়েনটি যদি বিক্রি করতে চান তাহলে সেটির একটি ছবি তুলুন। ওয়েবসাইটে আপলোড করুন। সব ঠিক থাকলে কোম্পানি আপনার অ্যাড ফিচার করবে। সেটা দেখে কোনও আগ্রহী ব্যক্তি উৎসাহিত হলে আপনাকে ফোন করতে পারে। তারপরে টাকা পয়সার দরাদরি শেষ হলেই কোটিপতি।