1/7
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
৪. মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রদেশের কার্নেজ ইন্সটিটিউশনের গবেষকরা মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে নতুন উপগ্রহগুলির খতিয়ান দিয়েছেন। তাঁদের দাবি, বৃহস্পতির ১২টি নতুন উপগ্রহ আবিষ্কার করেছেন তাঁরা। এর মধ্যে ১০টি উপগ্রহের বিস্তৃত বিবরণ দিয়েছে গবেষকরা। গবেষকরা জানিয়েছেন, সৌরমণ্ডল সৃষ্টির সময় বৃহস্পতির আকর্ষণে তার চারিদিকে ঘুরতে শুরু করে মহাজাগতিক এই টুকরোগুলি।
5/7
6/7
7/7
৭. মজার ব্যাপার হল, বৃহস্পতির নতুন আবিষ্কৃত একটি উপগ্রহ ঘুরছে উলটো দিকে। সধারণত গ্রহের নিজের অক্ষের সাপেক্ষে ঘুর্ণনের দিকেই ঘোরে প্রধান উপগ্রহগুলি। আবার দূরের উপগ্রহগুলি ঘোরে অক্ষের ঘূর্ণনের বিপরীত দিকে। এক্ষেত্রে নতুন আবিষ্কৃত একটি উপগ্রহ দূরবর্তী উপগ্রহগুচ্ছের অংশ হলেও লে ঘুরছে মূল উপগ্রহগুলির দিকেই। উলটো দিকে ঘোরার ফলে অন্য উপগ্রহগুলির সঙ্গে তার সংঘর্ষের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন গবেষকরা।
photos