বিশ্বের প্রতি ১০ জনে এক জন করোনা আক্রান্ত, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Oct 06, 2020, 16:26 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: বিশ্বে প্রতি ১০ জনে এক জন করোনা আক্রান্ত। অর্থাত্‍ বিশ্বের ১০ শতাংশ মানুষ এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। এমনটাই মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

2/5

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে,  বিশ্বে যে সংখ্যক মানুষের করোনা নিশ্চিত হওয়া গিয়েছে, আসল সংখ্যা তার কুড়ি গুন বেশি।   

3/5

তাঁরা জানিয়েছেন, সংস্থার জরুরি পরিষেবা বিষয়ক আধিকারিক মাইক রায়ান। 

4/5

করোনা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫৬ লাখ ৯৫ হাজার ৪০৬ জন।   

5/5

মৃতের সংখ্যা বেড়ে হয়েছে  ১০  লাখ ৪৫ হাজার ৮৯২ জন। রায়ানের মতে বিশ্বের নাগরিকদের বিশেষ করে ছোট শহর ও গ্রামীণ ক্ষেত্রে একটা বিশাল অংশ করোনা ভাইরাসে ঝুঁকির মুখে।