Diwali 2021: মাও এলাকায় বাস্তার পুলিসের বিশেষ উদ্যোগ, শহিদ পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন

দেওয়া হল উপহার ও মিষ্টি।

Nov 03, 2021, 21:12 PM IST
1/5

নিরাপত্তারক্ষীদের পরিবারের সঙ্গে দীপাবলি

Diwali with Military Family

নিজস্ব প্রতিবেদন: মাওবাদী আক্রমণে ক্ষতিগ্রস্থ পরিবার এবং নিরাপত্তারক্ষীদের পরিবারের সঙ্গে দীপাবলির (Diwali 2021) আনন্দ ভাগ করে নিলেন বাস্তার পুলিস রেঞ্জের আধিকারিকরা। 

2/5

বিশেষ দিনটিতে পরিবারগুলোর সঙ্গে

Police with families

বিশেষ দিনটি পরিবারগুলোর সঙ্গে উদযাপন করলেন বাস্তার পুলিস রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল পুলিস সুপার এবং শীর্ষ আধিকারিকরা। 

3/5

পুলিসের বিশেষ উদ্যোগ

Baster Police Celebrated

বাস্তার ডিভিশনের বনাঞ্চলে মোতায়েন কোবরা জওয়ান, আধা সেনা জওয়ান এবং তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানান বাস্তার পুলিস রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল সুন্দররাজ পি।

4/5

জওয়ানদের মধ্যে মিষ্টি ও উপহার বিতরণ

Sweet Distribution

জওয়ানদের মিষ্টি ও উপহার দেন পুলিসের শীর্ষ কর্তারা।  

5/5

শহিদদের পরিবারের সঙ্গে পুলিস আধিকারিকরা

Officers with martyrs family

এছাড়া শহিদদের পরিবারের সঙ্গেও দেখা করেন বাস্তার পুলিস রেঞ্জের আধিকারিকরা। তাঁদের দীপাবলির  (Diwali 2021) শুভেচ্ছা জানান তিনি।