Ocean Forests: মহাসমুদ্রের নীচে ভারতের দ্বিগুণ আকারের বিশাল অরণ্যাঞ্চল...

সম্প্রতি এমন এক বিস্ময় উৎপাদনকারী জগৎ আবিষ্কৃত হয়েছে। সমুদ্রের নীচে হদিশ মিলেছে এক আদ্যন্ত অজানা অরণ্যাঞ্চল।

| Sep 18, 2022, 18:19 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সমুদ্রের নীচে আলাদা এক জগৎ আছে। সমুদ্রের নীচের জগৎ নিয়ে বহু সন্ধান বহু গবেষণা হয়েছে। সম্প্রতি এমন এক বিস্ময় উৎপাদনকারী জগৎ আবিষ্কৃত হয়েছে। সমুদ্রের নীচে হদিশ মিলেছে এক আদ্যন্ত অজানা অরণ্যাঞ্চল। সুবিস্তৃত এই অরণ্য আকারে ভারতের দ্বিগুণ! 

1/6

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ভূমিরূপের নীচে এই বিশাল অরণ্যাঞ্চলের খোঁজ পাওয়া গিয়েছে।    

2/6

শৈবালের দল

এই অজানা অরণ্যটিতে রয়েছে বিপুল পরিমাণ কেল্প। কেল্প এক ধরনের শৈবাল।

3/6

সমুদ্রের নীচে অরণ্যাঞ্চল

সমুদ্রের নীচে অরণ্যাঞ্চল নতুন নয়-- আমাজনে, বোর্নিয়োতে, কঙ্গোতে এর আগেও এ ধরনের সবুজের সাম্রাজ্য মিলেছে। 

4/6

ভারতের আকারের দ্বিগুণ!

কিন্তু এ বার যেটির খোঁজ পাওয়া গিয়েছে সেটি তার আয়তন দিয়েই তাক লাগিয়ে দিয়েছে! ভারতের আকারের দ্বিগুণ!

5/6

উদ্ভিদের মেলা

মাটির ওপরের অরণ্যাঞ্চলে যেমন নানা ধরনের উদ্ভিদ থাকে, সাগরতলার এই অজ্ঞাত অরণ্যেও নানা ধরনের উদ্ভিদের মেলা। 

6/6

দৈত্যাকার সব শৈবাল

এই অরণ্যে বিশাল আকারের দৈত্যাকার সব শৈবাল রয়েছে, রয়েছে সি ব্যাম্বু। মেরিন ফরেস্ট কিন্তু ক্রমশ কমবে, যদি সমুদ্রাঞ্চল ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই প্রকৃতির এই আশ্চর্য নিয়ে এখন বিজ্ঞানীরা খুবই রোমাঞ্চিত।