Varanasi: মুকুটে নতুন পালক! জেনে নিন বারাণসী কেন এত বিশিষ্ট...
পুরাণমতে, শহরটি পত্তন স্বয়ং শিবের হাতে। বারণসীকে অতি পবিত্র শহর মনে করা হয়। সম্প্রতি এসসিও জোটের সাংস্কৃতিক ও পর্যটন রাজধানী হিসেবে চিহ্নিত হল বারাণসী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বারাণসীর মুকুটে পালকের তো শেষ নেই! ভারতের অতি প্রাচীন নগর। শিবের শহর, ধর্মের শহর, বোধিসত্ত্বের শহর। ভারতের শিল্পসংগীতসংস্কৃতির অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র এই শহর। জ্ঞানচর্চার অতি বিশিষ্ট কেন্দ্র। ঋগ্বেদে কাশী নামে উল্লেখ আছে এই শহরের। পুরাণমতে, এই শহরটি পত্তন স্বয়ং শিবের হাতে। বারণসীকে অতি পবিত্র শহর হিসেবে মনে করা হয়। এ হেন বারাণসীর কপালে জুটল নতুন সম্মান। কেন জুটল? কে দিল?
1/6
বারাণসীর মুকুটে পালক
বারাণসীর মুকুটে পালকের তো শেষ নেই! ভারতের অতি প্রাচীন নগর। শিবের শহর, ধর্মের শহর, বোধিসত্ত্বের শহর। ভারতের শিল্পসংগীতসংস্কৃতির অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র এই শহর। জ্ঞানচর্চার অতি বিশিষ্ট কেন্দ্র। ঋগ্বেদে কাশী নামে উল্লেখ আছে এই শহরের। পুরাণমতে, এই শহরটি পত্তন স্বয়ং শিবের হাতে। বারণসীকে অতি পবিত্র শহর হিসেবে মনে করা হয়। এ হেন বারাণসীর কপালে জুটল নতুন সম্মান। কেন জুটল? কে দিল?
2/6
বারাণসীর স্বীকৃতি
photos
TRENDING NOW
3/6
মধ্য এশিয়ার সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতার ঘনিষ্ঠ সম্পর্ক
4/6
অভূতপূর্ব বারাণসী
5/6
অতিথিদেরও আমন্ত্রণ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই স্বীকৃতির ফলে, ২০২২-২৩ সালে বারাণসীতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই সব অনুষ্ঠানে এসসিও সদস্যদেশের অতিথিদেরও আমন্ত্রণ জানানো হবে। এ ধরনের অনুষ্ঠানে ভারতের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, শিল্প ও ঐতিহ্য নিয়ে অধ্যয়নরতদের পাশাপাশি লেখক, গবেষক, শিল্পী, সংগীত-বিশেষজ্ঞ, সাংবাদিক, লেখক প্রমুখ বিভিন্ন পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হবে।
6/6
সাংস্কৃতিক ও পর্যটন রাজধানী
photos