1/5
2/5
photos
TRENDING NOW
3/5
এক ব্যক্তি লিখেছেন, ''রিয়া বাঙালি মেয়েদের জনপ্রিয় করে দিল''। উত্তরে নুসরত তাঁকে মোক্ষম জবাব দিয়েছেন, লিখেছেন, ''তুমি যদি হঠাতই পৃথিবীতে নেমে এসে থাকো, তাহলে বলে রাখি, বাংলা তার নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য সবসময়েই বিখ্যাত। গোটা বিশ্ব আমাদের সত্যজিৎ রায় এবং রবি ঠাকুরকে চেনে। এবার তোমায় আমরা একটু ফেমাস করে দিলাম, যাও!''
4/5
একজন লিখেছেন, ''বাঙালি মেয়েরা জানে কীভাবে পুরুষদের উপর আধিপত্য বিস্তার করতে হয়। ওরা মাছ ধরে, তাই উচ্চ আয়যুক্ত ছেলেদেরও ধরতে জানে।'' এহেন নোংরা আক্রমণের জবাব দিতেও ছাড়েননি নুসরত। লিখেছেন, ''আমরা বাঙালি মেয়েরা ভাল রান্না করেও তাক লাগাতে জানি। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলো বন্ধ করুন! আপনি বোধহয় এখনও মাছ, মশলা, মিষ্টি চেখে দেখেননি না!''
5/5
বাঙালি মেয়েদের যাঁরা আক্রমণ করেছেন, তাঁদের জবাবে এক ব্যক্তি লিখেছেন, ''আমিও বাঙালি তবে রিয়া চক্রবর্তীকে সমর্থন করি না।'' তাঁর কথা ধরেই সাংসদ অভিনেত্রী এও জানিয়েছেন, ''কাউকে সমর্থন করে একথা বলছি না। কেউ যদি দোষী হয়, তাহলে আইন নিশ্চয়ই তাকে শাস্তি দেবে। ভারতীয় বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আশা রাখি খুব শিগগিরিই আসল ঘটনাটা সবার সামনে আসবে। তবে একজনের জন্য সমগ্র জাতির অপমান আমি কখনোই মেনে নেব না! ''
photos