Nusrat Jahan: অফ শোল্ডার স্বচ্ছ ক্রপটপে মোহময়ী, নুসরতে মজে নেটপাড়া

Oct 19, 2022, 14:44 PM IST
1/6

নায়িকা গাথা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়া হোক বা সিনেমার পর্দা, নুসরত জাহানের জনপ্রিয়তা তুঙ্গে।  

2/6

সেনসেশনাল নুসরত

ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন সাংসদ-অভিনেত্রী, সৌজন্যে তাঁর পোস্ট করা লেটেস্ট ছবি।  

3/6

হট নুসরত

ডেনিমের সঙ্গে নায়িকা বেছে নিয়েছেন সাদা চিকনের অফ শোল্ডার স্বচ্ছ ক্রপটপ।  

4/6

বোল্ড নুসরত

মা হওয়ার যেভাবে নিজের ফিটনেস বজায় রেখেছেন নায়িকা, তা সত্যিই কাবিল-ই-তারিফ।  

5/6

মোহময়ী নুসরত

নায়িকার মোহময়ী চাহনিতেই ঝড় উঠেছে নেটপাড়ায়।  

6/6

আবেদনময়ী নুসরত

প্রায় ৩৬০০ নেটিজেন পছন্দ করেছে সেই ছবি।