ভারতের বিভিন্ন জায়গার তাপমাত্রা ছাপিয়ে যাচ্ছে সুদান-ইজরায়েলের কয়েকটি শহরকেও

May 30, 2019, 17:49 PM IST
1/5

S 5

S 5

ভারতের বিভিন্ন শহরে তাপপ্রবাহ দুনিয়ার অনেক দেশের তাপকে ছাপিয়ে গিয়েছে। মো মাসের শেষ সপ্তাহে উত্তর ভারত ও উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা বাড়ছে হুহু করে। কোথাও কোথাও তা ৪৫ ডিগ্রিকেও ছাপিয়ে গিয়েছে।

2/5

S 4

S 4

উদাহরণ হিসেবে বলা যেতে পারে দিল্লির কথা। দিল্লিতে তাপমাত্র ছুঁয়েছে ৪৪ ডিগ্রিতে। শুক্রবারের মধ্যে তা ৪৫ ডিগ্রি হতে পারে। নাগপুর, লখনউ, কানপুর ও মহারাষ্ট্রে তাপমাত্রা ছুঁয়েছে ৪৪ ডিগ্রিতে।

3/5

S 3

S 3

কড়া তাপমাত্রার জন্য দুনিয়ার বিভিন্ন শহরের তাপমাত্র বহুবার খবরে এসেছে। জুন মাসে সুদানের ওয়াদি হালফা বা ইজরায়েলের কোনও কোনও জায়গার তাপমাত্র রেকর্ড ছুঁয়ে যায়।

4/5

S 2

S 2

গত মঙ্গলবার সুদানের হালফার তাপমাত্র ছিল ৪১ডিগ্রি। ইজরায়েলের তিরাত জভিতে তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি। ১৯৪২ সালে এখানে তাপমাত্রা ছুঁয়েছিল ৫৪ ডিগ্রি সেন্টিগ্রেটে।

5/5

s 1

s 1

ভারতের বিভিন্ন শহরের তুলনায় উপসাগরের বিভিন্ন শহরের তপমাত্রা এখনও পর্যন্ত অনেকটাই কম। গত সপ্তাহে শারজার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি, দুবাইয়ে ৩৮ ডিগ্রি, মাস্কাটে ৩৮ ডিগ্রি, রিয়াধে ৪২ ডিগ্রি ও তেহরানে ২৭ ডিগ্রি।