উদ্বেগ বাড়ছে... এবার করোনায় আক্রান্ত হলেন জোকোভিচের কোচও!

Jun 26, 2020, 21:40 PM IST
1/5

আন্তর্জাতিক টেনিস শুরু হওয়ার আগে প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুরের আয়োজন করেছিলেন। সেখানে থেকেই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে।  

2/5

এরপর জরুরি ভিত্তিতে জোকোভিচের কোভিড টেস্ট করা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে।  

3/5

মারণ ভাইরাসে আক্রান্ত হলেও তাঁর শরীরে কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। আপাতত ১৪ দিনের সেল্ফ আইসোলেশনে রয়েছেন সার্বিয়ান টেনিস তারকা।  

4/5

জোকোভিচের পাশাপাশি তাঁর স্ত্রী জেলেনাও করোনায় আক্রান্ত।  

5/5

এবার করোনায় আক্রান্ত হলেন জোকোভিচের কোচ গোরান ইভানিসেভিচ।