বছরের প্রথম দিনেই লাফিয়ে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম

Jan 01, 2020, 12:16 PM IST
1/5

S 5

S 5

রান্নাঘরে ফের আগুন। টানা চার মাসে ফের বাড়ল ভর্তুকিহীন গ্যাসের(১৪.২ কেজি) দাম।

2/5

S 4

S 4

বুধবার নববর্ষের প্রথম দিনেই কলকাতায় গ্যাসের দাম লাফিয়ে বাড়ল ২১.৫০ টাকা।

3/5

S 3

S 3

ইন্ডিয়ান অয়েলের বিবৃতি অনুযায়ী দিল্লি ও মুম্বইয়ে ভর্তুকিহীন গ্যাসের দাম বাড়ল যাথাক্রমে ১৯ টাকা ও ১৯.৫০ টাকা।

4/5

S 2

S 2

কলকাতায় আজ থেকে ভর্তুকিহীন গ্যাসের দাম হল ৭৪৭ টাকা। ডিসেম্বরের শুরুতেই দাম বেড়ে হয়েছিল ৭২৫ টাকা।

5/5

s 1

s 1

এবছর গত চার মাসে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ধাপে ধাপে ১৪৬ টাকা বেড়ে হল ৭৪৭ টাকা।