আস্ত নেই মেশিন, ৪ ফুটের গর্ত, সুজাপুর বিস্ফোরণের অভিঘাতে বিস্মিত বিশেষজ্ঞরা

Nov 20, 2020, 19:21 PM IST
1/5

নিজস্ব প্রতিবেজন:মালদার সুজাপুরে বিস্ফোরণের কারণ নিয়ে কাটছে না ধন্দ। পুলিসের প্রাথমিক দাবি, কারখানার মেশিন-বিভ্রাটেই বিস্ফোরণ। তবে ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা, তেমনটাই মত বিশেষজ্ঞদের। এখনও ঘটনাস্থলে পৌঁছয়নি ফরেনসিক যায়নি। সকালে নমুনা সংগ্রহ করেছে এসটিএফ। খোঁজ নিয়েছে এনআইএ-এও। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬। 

2/5

পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। এখনও অজানা সুজাপুর বিস্ফোরণের নেপথ্যে কারণ কী? বিশেষজ্ঞরা বলছেন, মেশিন বিভ্রাট হয়ে বিস্ফোরণ হলে লোহার মেশিনে ভাঙা বা কাটার দাগ থাকত। অথচ গোটা মেশিনটি ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।  

3/5

মেশিন যেখানে ছিল, সেখানে ৪ ফুটের গর্ত হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, মেশিন বিস্ফোরণ হলে এমন অভিঘাত হওয়ার কথা নয়।    

4/5

প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের কারণ খুঁজতে শুক্রবার পৌছয় এসটিএফ-এর দুই কর্তা। ঘটনাস্থলে থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। পরে জেলাশাসককে নিয়ে পৌঁছন ডিভিশনাল কমিশনার সৈয়দ আহমেদ বাবা। নির্দিষ্ট করে বিস্ফোরণের কারণ এখনও জানায়নি ফরেনসিক বিভাগ। পুলিসের প্রাথমিক ধারণা, মেশিন বিভ্রাটে বিস্ফোরণ।  

5/5

সূত্রের খবর, সুজাপুর নিয়ে প্রাথমিক পর্যায়ে খোঁজ খবর নিয়েছে এনআইএ। রিপোর্ট পাঠিয়েছে দিল্লিতে।