পুজোয় ইন্টারনেট পরিষেবা বন্ধের কোনও প্রশ্নই নেই! আশ্বাস বিশেষজ্ঞদের

Oct 12, 2018, 18:34 PM IST
1/8

বিশ্বজুড়ে আগামী ৪৮ ঘণ্টা ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ার খবরে আশঙ্কিত হওয়ার কিছুই নেই। আশ্বস্ত করলেন বিশেষজ্ঞরা।  

2/8

রাশিয়া টুডে-তে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে। ফলে থমকে যেতে পারে ইন্টারনেটের সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত পরিষেবা।

3/8

কিন্তু, এই পুরো বিষয়টাই অত্যন্ত রুটিন মাফিক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

4/8

মাঝেমধ্যেই ইন্টারনেটে আপগ্রেড ও মেরামতির কাজ হয় বলে জানিয়েছেন তাঁরা।

5/8

প্রসঙ্গত, মেরামতির কাজ চলছে দি ইন্টারনেট কর্পোরেশন অফ অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বার্স সার্ভারে।

6/8

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মেরামতির কাজ চলার সময় একটি বিকল্প রাস্তা খোলা রাখা হয়। যাতে পরিষেবা ভেঙে না পড়ে।

7/8

সেইসময় ইন্টারনেটের গতি একটু ধীর হতে পারে। কিন্তু সেটাও কিছু সময়ের জন্য।

8/8

কিন্তু কখনওই ৪৮ ঘণ্টা ধরে পুরো ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে না। নেটিজেনরা খুব একটা এর প্রভাব টের পাবেন না।