দু'গোল খেল করোনা! মহামারী কী করে রুখতে হয়, দেখিয়ে দিচ্ছে নিউ জিল্যান্ড

May 05, 2020, 18:02 PM IST
1/5

নিউ জিল্যান্ডে করোনা আক্রান্ত শূন্য

নিউ জিল্যান্ডে করোনা আক্রান্ত শূন্য

রবিবার এক গোল। সোমবার আবার আরেকটি গোল। পর পর দুদিনে করোনা খেল দুটি গোল। নিউ জিল্যান্ড দেখিয়ে দিচ্ছে, শৃঙ্খলাই মহামারী রোখার সেরা অস্ত্র। 

2/5

নিউ জিল্যান্ডে করোনা আক্রান্ত শূন্য

নিউ জিল্যান্ডে করোনা আক্রান্ত শূন্য

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন জানিয়েছেন, তাঁর দেশে পর পর দুদিন নতুন কোনও করোনা আক্রান্তের হদিশ মেলেনি। তবে তিনি এটাও জানিয়েছেন, লড়াই এখনও অনেকটা বাকি। 

3/5

নিউ জিল্যান্ডে করোনা আক্রান্ত শূন্য

নিউ জিল্যান্ডে করোনা আক্রান্ত শূন্য

নিউ জিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের সচিব অ্যাসলে ব্লুমফিল্ট জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষের দিকে বোঝা যাবে, তারা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। যারা ইতিমধ্যে আবার সেরে উঠেছেন তাঁদের মধ্যে কেউ নতুন করে আক্রান্ত না হলে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোতে পারে বলে জানিয়েছেন তিনি।

4/5

নিউ জিল্যান্ডে করোনা আক্রান্ত শূন্য

নিউ জিল্যান্ডে করোনা আক্রান্ত শূন্য

৬ মার্চের পর এই প্রথম নিউ জিল্যান্ডে কোনও নতুন করোনা আক্রান্তের খোঁজ মেলেনি। যুদ্ধজয়ের পথে আরও এক ধাপ এগিয়েছে নিউ জিল্য়ান্ড। এমনটাই জানিয়েছেন সেই দেশের প্রধানমন্ত্রী। 

5/5

নিউ জিল্যান্ডে করোনা আক্রান্ত শূন্য

নিউ জিল্যান্ডে করোনা আক্রান্ত শূন্য

সরকার লকডাউনের নির্দেশ দেওয়ার পর নাগরিকরা তা মেনে চলেছেন। এছাড়া সঠিক উপায়ে স্বাস্থ্যবিধি মেনে চলেছেন দেশের মানুষ। তাই করোনা আক্রান্তের সংখ্যা শুন্যে নামিয়ে আনা গিয়েছে বলে জানিয়েছেন নিউ জিল্যান্ডের বিশেষজ্ঞরা।