অতিরিক্ত টায়ারের প্রয়োজন নেই আর, বদল মোটর ভেহিকেল আইনে

Jul 22, 2020, 19:27 PM IST
1/5

সেন্ট্রাল মোটর ভিহেকেল্স রুলস ১৯৮৯-এ বেশ কিছু পরিবর্তন আনা হল। আর তার ফলে, বেশ কিছু নয়া নিয়ম জারি হল মোটর ভিহেকেলের ক্ষেত্রে। দেখে নিন পর পর...

2/5

প্রায় ৩.৫ টন পর্যন্ত বড়ো যানের ক্ষেত্রে থাকতে হবে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের স্পেসিফিকেশন।

3/5

গাড়ির সঙ্গে অবশ্যই থাকতে হবে টায়ার রেপায়ার কিট। এটি থাকলে আর অতিরিক্ত টায়ার বহন করা বাধ্যতামূলক থাকবে না আগের মতো।

4/5

কাঁচের উপর আলো পড়ে ঝলকানি আটকাতে সেফটি গ্লেজিংয়ের নিয়মে আরও কড়াকড়ি করা হল। সামনে ও পেছনের কাঁচে আলো পড়ে তা যাতে কম প্রতিফলিত হয়, ও দুর্ঘটনা কম ঘটে, তার জন্যই এই নিয়ম।

5/5

 দু চাকার যানের ক্ষেত্রেও ফুট রেস্টের ক্ষেত্রে বদল আনা হল নিয়মে। পিলিয়ন বা ব্যাকসিটের সওয়ারি তাঁর সামনে কোনও বস্তু বহন করলে সেটা নিয়ে বসার সুবিধার জন্য আলাদা ফুট রেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।